রসমালাই তৈরীর উপকরণ:-
প্রস্তুত প্রণালী :-
ছানার জন্য:
1.    
দুধ – ১ লিটার (পূর্ণ
ফ্যাট দুধ হলে ভালো)
2.   
লেবুর রস বা ভিনেগার –
১–২ টেবিল চামচ
সিরার জন্য:
1.    
চিনি – ১ কাপ
2.   
পানি – ১ কাপ
3.  
এলাচ – ৩–৪ টি (পিষে
নেওয়া)
মালাইয়ের জন্য:
1.    
হেভি ক্রিম বা ফ্রেশ
ক্রিম – ১ কাপ
2.   
দুধ – ১/২ কাপ
3.  
চিনি – ২–৩ টেবিল চামচ
(স্বাদ অনুযায়ী)
4.   
জাফরান বা কুচানো পেস্তা
(সাজানোর জন্য, ঐচ্ছিক)
১. ছানা তৈরি করা:
1.   
একটি পাত্রে দুধ ফুটিয়ে
নিন।
2.  
দুধ ফুটার আগে লেবুর রস
বা ভিনেগার দিন এবং ধীরে ধীরে নেড়ে ছানা আলাদা করুন।
3.  
ছানা ও ছানার জল আলাদা
করতে একটি সুতির কাপড় ব্যবহার করুন।
4.   
ছানাটি চেপে অতিরিক্ত
পানি বের করুন।
২. চিনি সিরা তৈরি করা:
1.   
একটি পাত্রে চিনি ও পানি
মিশিয়ে ৫–৭ মিনিট হালকা আঁচে ফুটান।
2.  
এলাচ পিষে সিরায় যোগ
করুন।
৩. মালাই তৈরি করা:
1.   
একটি পাত্রে ক্রিম ও দুধ
মিশিয়ে হালকা আঁচে ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।
2.  
চিনি মেশান এবং চাইলে
জাফরান বা কুচানো পেস্তা দিয়ে সুগন্ধ দিন।
৪. রস মালাই বানানো:
1.   
ছানার ছোট ছোট বল তৈরি
করুন।
2.  
চিনি সিরায় ৫–১০ মিনিট
রাখুন।
3.  
এরপর সিরা থেকে তুলে
ক্রিমের মিশ্রণে রাখুন।
4.   
ফ্রিজে ১–২ ঘণ্টা ঠাণ্ডা
করুন।
৫. পরিবেশন:
Ø  ঠাণ্ডা রস মালাই সাজিয়ে পেস্তা বা বাদাম ছিটিয়ে পরিবেশন করুন।

2 মন্তব্যসমূহ
দারুণ একটি রেসিপি ওয়েবসাইট! সহজ ভাষায় ধাপে ধাপে নির্দেশনা, চমৎকার ছবি আর মজাদার টিপস—সব মিলিয়ে রান্না শেখা হয়ে যায় আনন্দের। দেশি থেকে বিদেশি নানা পদ এত সুন্দরভাবে সাজানো যে নতুন ও অভিজ্ঞ রাঁধুনিদের জন্যই এটি পারফেক্ট। যারা মজার খাবার বানাতে চান, তাদের জন্য এই সাইট এক কথায় দুর্দান্ত!
উত্তরমুছুনএই পোস্টটি পড়ার পরে দুইবার চেষ্টা করার পরে রসমালাই তৈরীতে সফল হয়েছি
উত্তরমুছুন